পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদস্যসহ নিহত ৬

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

পাকিস্তানের পেশোয়ারের ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরে সন্ত্রাসী হামলায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত তিন সন্ত্রাসীও নিহত হয়। সোমবার সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, এক আত্মঘাতী হামলাকারী চাদরে মোড়া অবস্থায় সদরদপ্তরের মূল গেটের দিকে অগ্রসর হয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণের কয়েক সেকেন্ড পর আরো দুই সন্ত্রাসী গেট পেরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাইদ আহমদ বলেন, প্রাথমিকভাবে তিনজন সন্ত্রাসী সদরদপ্তরে হামলা করে। হামলায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন এবং দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সিসিপিও নিশ্চিত করেন, এফসি সদস্যরা তাৎক্ষণিকভাবে আত্মঘাতী হামলাকারীদের মোকাবেলা করে এবং দুই সন্ত্রাসীকে কম্পাউন্ডের ভেতরেই গুলি করে হত্যা করে। মোট তিনজন আত্মঘাতী হামলাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা পড়ে।

সূত্র : ডন ও জিও নিউজ

 

  • নিহত
  • পেশোয়ার
  • #