রাজধানীর কড়াইল বস্তির ১৫০০ ঘর পুড়ে ছাই 

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটে আগুন নিয়ন্ত্রণের আগে বস্তির দেড় হাজার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তির আগুন। আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘর-বাড়ি পুড়েছে। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, আগুন থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছিলেন বস্তির বাসিন্দারা। কেউ কেউ ঘরের মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে চেষ্টা চালান। কাউকে হাউমাউ করে কাঁদতে দেখা যায়।

বস্তির বাসিন্দা ছাড়াও উদ্ধারে সহায়তার জন্য অনেকে ঘটনাস্থলে ভিড় করেন। সেই সঙ্গে ছিলেন কৌতূহলী মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উৎসুক লোকজনকে সরিয়ে দেন। আবার বাসিন্দাদের অনেকে ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরের দিকে যেতে চাচ্ছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়।

বস্তির এক বাসিন্দা জানান, বউবাজার এলাকার ক-ব্লকে মসজিদের পাশের এলাকায় প্রথম আগুন দেখা যায়। সেখানকার কোনো ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আমাদের বড় গাড়িগুলো আগুনের কাছে আসতে পারছিল না। বড় বড় পাইপ জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হয়েছে। অনেকে আমাদের কাজে সহায়তা করেছেন। আবার সহায়তা করতে গিয়ে পাইপের জোড়া খুলে ফেলার মতো ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, প্রথমে আমাদের পৌঁছাতেই ৩০ মিনিটের বেশি সময় লেগেছে। পরের ইউনিটগুলো আসতে আরও সময় লাগে। আমরা এসে দেখি আগুন তীব্র হয়ে গেছে। আগুন যখন তৃতীয় ধাপে পৌঁছায়, তখন নেভাতে দীর্ঘ সময় লেগে যায়।

  • কড়াইল
  • ঘর
  • ছাই
  • পুড়ে
  • বস্তি
  • রাজধানী
  • #