চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে স্কপের অবরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫২ minutes ago

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়ার চর-পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে প্রতীকী অবরোধ কর্মসূচি চলছে। বন্দরের প্রবেশপথের তিনটি পয়েন্টে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আহ্বানে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বলেন, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি আজ সকাল ১০টা থেকে তিনটি পয়েন্টে শুরু হয়েছে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড় পুল এলাকায় এই অবরোধ করা হচ্ছে।

স্কপ নেতারা বলেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই।

এদিকে, প্রতীকী এ অবরোধ কর্মসূচি ঘিরে চলছে সমাবেশ। এতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি। কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন। তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সূত্র : ঢাকা ট্রিবিউন

  • অবরোধ
  • চট্টগ্রাম
  • বন্দর
  • স্কপ
  • #