হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়েছিল যুবকের মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কে বা কারা জরুরি বিভাগের সামনে মরদেহটি ফেলে দ্রুত সটকে পড়ে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের সামনে কোণায় হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখেন তারা। পরে এগিয়ে গিয়ে দেখেন মানুষটি অচেতন। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পা খালি। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ পানিতে ভেজানো ছিল। দ্রুত তারা বিষয়টি হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ও দায়িত্বরতদের জানান। তারা এসে যুবককে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় তিনি মৃত।

এ বিষয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন, পরীক্ষা–নিরীক্ষা করে দেখা গেছে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়। পরে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, কীভাবে মরদেটি হাসপাতালে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

  • জরুরি বিভাগ
  • মরদেহ
  • যুবক
  • হাসপাতাল
  • #