হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের দেহ আছে বলে ধারণা করা হচ্ছে। ২০০ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার। ১১ জন ফায়ার ফাইটারসহ আহতের সংখ্যা ৭৯। সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনও সাড়া দেওয়া সম্ভব হয়নি। শুক্রবারও উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। এ ঘটনায় আরো ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন তাদের কর্মী।
কর্মকর্তারা বলছেন, আগুন এখন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
হংকংয়ের ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের আটটি ব্লকে মোট ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বাইরে আপনজনকে খুঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন অনেকে।
এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।