সিলেটে কিশোর গ্যাংয়ের হামালায় কিশোর খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

সিলেট নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের হামলায় খুন হয়েছেন শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামে এক কিশোর। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হামলার পর শুক্রবার ভোরে তপু মারা যান। নিহত তবু নগরের ইলাশকান্দি বাদামবাগিচা উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা শাহ এনামুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি গ্রুপের প্রধান বিমাবন্দর থানার খাসদবির এলাকার মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের তপু মারাত্মক আহত হন। তাকে আত্মীয়স্বজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন নগরের লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’

  • কিশোর
  • খুন
  • সিলেট
  • #