সায়েন্সল্যাব ও নিউমার্কেট সড়ক অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ঢাকার সাত কলেজ নিয়ে গঠিত ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ বাতিলের দাবিতে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকা অবরোধ করেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বাতিলের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।

  • অবরোধ
  • ঢাকা কলেজ
  • শিক্ষার্থী
  • সড়ক
  • #