শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে ভারি বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৩৩৪ জন মারা গেছেন এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, রবিবারের (৩০ নভেম্বর) শুরুতে যেখানে নিহতের সংখ্যা ছিল ২১২, সেখান থেকে তা বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে। প্রায় ৪০০ জন এখনো নিখোঁজ রয়েছে এবং রেকর্ড বৃষ্টিতে সারা দ্বীপজুড়ে ১৩ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ২০০৪ সালের বিধ্বংসী এশীয় সুনামির পর সবচেয়ে ভয়াবহ, ওই সুনামিতে প্রায় ৩১ হাজার মানুষ মারা গিয়েছিল এবং ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছিল। শ্রীলঙ্কাজুড়ে রবিবার বৃষ্টি কমে এলেও রাজধানীর নিচু এলাকাগুলো এখনো পানির নিচে ছিল।