ভোলায় শ্রমিককে পিটিয়ে হত্যা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে চাঁদপুর এলাকায় মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিককে অপহরণ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার দাবি করেছে, শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী ঝরনা বেগম জানান, দীর্ঘদিন পর শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সেলিমকে বাড়ির সামনেই তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতভর নির্যাতন করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা সকাল সাড়ে ৮টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি মারা যান। সেলিমের হাত, পা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ক্ষতচিহ্ন ছিল বলে পরিবার জানিয়েছে।

ঝরনা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে একই এলাকার আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান ও নিরব মিলে সেলিমকে পিটিয়ে হত্যা করেছে।

তবে অভিযুক্ত আনোয়ার হোসেন দাবি করেছেন, শনিবার রাতে সেলিম তার বাড়িতে চুরি করতে ঢোকে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে গণপিটুনি দেয়। তার সঙ্গে সেলিমের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান বলেন, রোগীকে ভর্তি করার পর যথাযথ চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত নিহতের পরিবারের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পিটিয়ে
  • ভোলা
  • শ্রমিক
  • হত্যা
  • #