বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেদিন ফজলুর রহমানকে একাডে‌মিক সা‌র্টিফিকেট ও বার কাউন্সিলের সা‌র্টিফিকেটস‌হ সশরীরে উপ‌স্থিত হয়ে ব‍্যাখ‍্যা দিতে বলা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে প্রসিকিউশন।

  • ট্রাইব্যুনাল
  • ফজলুর রহমান
  • বিএনপি নেতা
  • #