কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও রামুও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, তবে অনুভূতি ছিল স্পষ্ট।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল মিয়ানমারের ভেতরে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ফালামে এলাকায় এবং উৎপত্তির গভীরতা ছিল প্রায় ১০৬.৮ কিলোমিটার।
এ ধরনের গভীর ভূমিকম্পে সাধারণত ক্ষয়ক্ষতির ঝুঁকি কম থাকে, কারণ গভীর উৎস থেকে উৎপন্ন কম্পন তুলনামূলকভাবে দুর্বল হয়ে পৃষ্ঠে পৌঁছায়। তবে চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চল বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প-সংবেদনশীল এলাকাগুলোর একটি হওয়ায় বিশেষজ্ঞরা সবসময় সতর্ক থাকার পরামর্শ দেন।