দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি আহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

জয়পুরহাটের দুর্বৃত্তদের হামলায় নুরুন্নাহার বেগম (৪৭) নামে এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত গভীর রাতে সদর উপজেলার চক বরকত ইউনিয়নের চিরলা গ্রামে গফুর মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আবদুল মতিন বলেন, আনুমানিক রাত ৩টার দিকে ছোট ভাইয়ের স্ত্রী মিম আক্তারের ফোন পেয়ে বাবার বাড়ির প্রাচির টপকে ভেতরে ঢুকে তার ঘরে গিয়ে দেখি আমার বোন নুরুন্নাহার ও মেয়ে খাতিজা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। টিউবওয়েলের হান্ডেল দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার বেগমের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আহত
  • জয়পুরহাট
  • দুর্বৃত্ত
  • নিহত
  • হামলা
  • #