নভেম্বরে রাজনৈতিক সহিংসতা বেড়েছে, নিহত ১২ : এইচআরএসএস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

নভেম্বর মাসে অক্টোবর মাসের তুলনায় রাজনৈতিক সহিংসতাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে গ্রেপ্তার, সীমান্ত পরিস্থিতি ও নারী-শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। নভেম্বর মাসের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়, নভেম্বরে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে অন্তর্কোন্দল, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা অক্টোবরে ৬৪ থেকে নভেম্বর মাসে ৯৬-তে পৌঁছায়। আর নিহতের সংখ্যাও অক্টোবরের তুলনায় বেড়েছে। এইচআরএসএস বলছে, নভেম্বরে নিহত হয়েছেন১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৭৪ জন। আর অক্টোবর নিহত হয়েছিলেন ১০ জন এবং আহত ৫১৩ জন।

এইচআরএসএসের প্রতিবেদন বলছে, সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে এসব ঘটনা বন্ধ হচ্ছে না; বরং ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। নভেম্বরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১ জন নিহত ও ৪ জন আহত হন। নাফ নদী থেকে চারটি ট্রলারসহ ২৬ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফলে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিকেরা উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন।

নারী ও শিশু সহিংসতার ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য এইচআরএসএসের। নভেম্বরে ১৭৭ জন নারী এবং ১০৩ জন শিশু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন নারী, যার মধ্যে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক।

এছাড়া নভেম্বরে গণপিটুনি বা মব সন্ত্রাসে হতাহতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাসটিতে ২০টি গণপিটুনির ঘটনায় ১৬ জন নিহত হয়েছে । সাংবাদিক নির্যাতনের ২৩টি ঘটনায় ৩৬ জন হামলা, হুমকি বা হয়রানির শিকার এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫-এর অধীনে ৭টি মামলায় ৯ জন গ্রেপ্তার হয়েছেন। এইচআরএসএস আরো বলছে, রাজনৈতিক মামলায় পুরো মাসে ৩৮টি মামলা এবং ১ হাজার ৯৯৩ জন গ্রেফতার হয়েছে।

  • নভেম্বর
  • রাজনৈতিক
  • সহিংসতা
  • #