তারেকের আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

নিবন্ধনের দাবিতে সম্প্রতি নির্বাচন ভবনের সামনে অনশন করা তারেক রহমানের আমজনতার দলসহ দুটি রাজনৈতিক দলকে ইসি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সচিব আখতার আহমেদ।

এদিনই আমজনতার দলকে প্রজাপতি প্রতীকে এবং জনতার দলকে কলম প্রতীকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দল দুটির বিষয়ে আপত্তি থাকলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ইসিকে জানাতে হবে।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেওয়া হয়।
নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

ছয় দিনের মাথায় ৯ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ‘আশ্বাসে’ তিনি অনশনে ইতি টানেন।
তারেকের দলসহ নতুন করে দুটি দল নিবন্ধন পেলে মোট চারটি দলের নিবন্ধন আসবে নাসির কমিশনের হাত ধরে।

 

  • আমজনতা
  • নিবন্ধন
  • #