তাড়াশে পরকীয়া নিয়ে সংঘর্ষে প্রেমিক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশের দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন (৩৫) এর সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়নাল তার প্রেমিকা সাকিরুনের ঘরে ঢোকার পর বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। পরে সাকিরুনের বাবা, ভাইসহ কয়েকজন মিলে আয়নালকে ধরে মারধর করে ছেড়ে দেন।

আহত অবস্থায় আয়নাল পরে তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন আয়নাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত তিনটার দিকে তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ সাকিরুন খাতুনের দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭)-কে গ্রেপ্তার করেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারে পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • তাড়াশ
  • নিহত
  • পরকীয়া
  • প্রেমিক
  • সংঘংর্ষ
  • #