টঙ্গীতে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে শাখা সড়কের পাশ থেকে রিয়াদ হাসান ফাহিম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার স্থানীয় তালতলা সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ হাসান ফাহিম কুমিল্লা সদরের ঝাঁকুনিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কিছুদিন যাবৎ টঙ্গী পূর্ব থানাসংলগ্ন তালতলা সড়কের পাশে ভাসমান অবস্থায় বাস করে আসছিলেন।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারীরা ফাহিমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধারপূর্বক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলতে পারব।

 

  • উদ্ধার
  • টঙ্গী
  • মরদেহ
  • #