গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা রিকশাচালকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের ঘোষেরচর উত্তরপাড়ার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবির সাহা (৩৫) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি গোপালগঞ্জ পৌরসভার সাহাপাড়ার গৌর সাহার ছেলে। এটিকে হত্যাকাণ্ড বলছে পুলিশ।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, ‘স্থানীয় লোকজন বাগানের ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেন। লাশের মুখ ও হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশ।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘হাত-মুখ বাঁধা অবস্থা দেখে বোঝা যাচ্ছে ওই রিকশাচালক হত্যাকাণ্ডের শিকার। তবে কারা কেন হত্যা করেছে, সে বিষয়ে জানার জন্য তদন্ত চলছে।’

  • উদ্ধার
  • গোপালগঞ্জ
  • লাশ
  • #