গাজীপুরে কার্টনে মিলল মানুষের কাটা পা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুর পাশে একটি পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পা’টি উদ্ধার করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘উদ্ধার পা পুরুষের নাকি নারীর তা এই মুহূর্তে তা নিশ্চিত হওয়া যায়নি । তবে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তকাজ শুরু হয়েছে, যাতে দ্রুত এর রহস্য উন্মোচন হয়।’

উদ্ধার পা’টি ময়না তদন্ত জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • কাটা
  • কার্টন
  • গাজীপুর
  • পা
  • #