খোলা মাঠে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে প্রকাশ্যে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনির পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিড়ালবাড়ী মাঠে কয়েকজন ব্যক্তি মিলে একজনকে কুপিয়ে হত্যা করছে—এমন খবর পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং সেখানে মনির মোল্লার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

  • কুপিয়ে
  • গাজীপুর
  • হত্যা
  • #