ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

ছাত্রকে টানা তিন বছর ধরে বলাৎকারের অভিযোগে হাফেজ রেজাউল করীম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (০৭ ডিসেম্বর) রাতে তাকে একটি মাদ্রাসা থেকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্বজনরা।

গ্রেপ্তার হাফেজ রেজাউল করীম নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে জানান, বলাৎকারের ঘটনায় শিশুর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার বরাতে ওসি জানান, বর্তমানে ১৩ বছর বয়সি ওই শিশুকে ১০ বছর বয়স থেকে টানা তিন বছর বিভিন্ন সময় বলাৎকার করেন ওই শিক্ষক। সবশেষ গত রোববার বিকেলে আমানতগঞ্জের সংশ্লিষ্ট মাদ্রাসার ছাদে নিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।

তিনি আরও জানান, এ সময় শিশুর পরিবার তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। বিষয়টি প্রকাশ পেলে রোববার গভীর রাতে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • ছাত্র
  • বলাৎকার
  • মাদ্রাসা
  • শিক্ষক
  • #