অন্তঃসত্ত্বা কুকুরকে গাড়িচাপায় মামলার আবেদন, তদন্তের নির্দেশ আদালতের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

চট্টগ্রামের ডিসি হিলের সামনে ‘গাড়িচাপায়’ একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় আদালতে মামলার আবেদন করা হয়েছে। বুধবার চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে এ আবেদন করেন প্রাণিকল্যাণ সংগঠন ‘ঋদ্ধম্ম ফাউন্ডেশন’ এর পরিচালক তোফাইল আহম্মদ।

মামলার আবেদনে গাড়িচালক ও ডিসি হিলের একজন নিরাপত্তাকর্মীকে আসামি করা হলেও তাদের নাম উল্লেখ করা হয়নি। আবেদনটি আমলে নিয়ে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোদাতা তোফাইল আহম্মদ বলেন, ‘গত ৪ ডিসেম্বর রাতে ডিসি হিলের প্রধান ফটক ও সড়কের মাঝের অংশের রাস্তায় একটি অন্তঃসত্ত্বা কুকুর বসেছিল। তখন ডিসি হিল থেকে একটি সরকারি গাড়ি বের হচ্ছিল। কোনো হর্ন না দিয়ে এবং না থামিয়ে কুকুরটির উপর চালিয়ে দেয় চালক। কুকুরটিকে চাপা দেওয়ার পরে চালক একটু দেখেওনি কী হয়েছে। সঙ্গে সঙ্গে ডিসি হিলের ভেতর থেকে আরো কয়েকটি কুকুর এগিয়ে আসে। কিন্তু দারোয়ান গাড়িচাপা পড়া কুকুরটিকে না দেখে গেইট লাগিয়ে দেয়। এরপর সেখানেই কুকুরটি মারা যায়।’

এ ঘটনায় আদালতে মামলার আবেদনের পর বাদীপক্ষের আইনজীবী নাজবীন সুলতানা জেনী বলেন, ‘আদালত আমাদের করা আবেদনটি আমলে নিয়েছেন। তিনি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। পাশাপাশি আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

  • অন্তঃসত্ত্বা
  • কুকুর
  • গাড়িচাপা
  • মামলা
  • #