৩৫ ফুট গভীর গর্তে পড়ল দুই বছরের শিশু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু। বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।

গর্তটি মূলত গভীর নলকূপের। সেটি এখন নেই। কিন্তু রয়ে গেছে গর্ত। কীভাবে শিশুটি পড়েছে, তা কেউ বলতে পারছে না। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করেছেন। বিকেল চারটার দিকেও তারা বলছেন, শিশুটির সাড়া পাওয়া যাচ্ছে।

ঘটনাস্থল থেকে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, গর্তটির মুখ ৩-৪ ফুট চওড়া। গভীরতা ৩০-৩৫ ফুট হতে পারে। বেলা একটার দিকে এই গর্তে পড়ে যায় শিশুটি। তারপর উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

  • গর্ত
  • তানোর
  • রাজশাহী
  • শিশু
  • #