৩৫ ফিট সুড়ঙ্গ করে উদ্ধার শিশু সাজিদ, তবে বেঁচে নেই

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। 

ফায়ার সার্ভিস কর্মীদের টানা ৩২ ঘন্টা অভিযানে পর উদ্ধার হয় শিশুটি। উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের পেছন পেছন হাঁটতে গিয়ে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি চলে যায় প্রায় ৫০ ফিট গভীরে। বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা যায়নি ২ বছর বয়সী শিশু সাজিদকে। নলকূপের পাশে গর্ত করে সেখানে সুড়ঙ্গ তৈরি করে এখনো উদ্ধার কাজ চলছে। শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় এমন পরিকল্পনাতেই কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম।

রাতভর উদ্ধার কাজে তেমন বেগ পেতে হয়নি ফায়ার সার্ভিসের কর্মীদের। কিন্তু সকাল হতে না হতেই আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় ও হট্টগোলের কারণে কিছুটা সমস্যায় পড়ছেন উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও তানোর উপজেলাসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি টিম এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে।

এছাড়া শিশুটিকে বাঁচাতে অক্সিজেনসহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে মাটি কাটার তিনটি মেশিন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ইউএনও উদ্ধারকাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। সর্বশেষ ৪০ ফুট পর্যন্ত গর্ত করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস টিমের কর্মীরা। এখন সুড়ঙ্গ করে ভেতরে ক্যামেরা ঢুকিয়ে খুঁজে বের করার চেষ্টা করা হয় ।

এদিকে, ঘটনাস্থলের পাশেই রাতযাপন করেন নিখোঁজ শিশু সাজিদের মা-বাবা ও স্বজনেরা। শিশু সাজিদের জন্য দিশেহারা মায়ের চোখে অঝোরে ঝরছে কান্না। ঘটনাস্থলের পাশে অবস্থান করা হাজারো মানুষ শিশুটিকে যেন জীবিত ও সুস্থভাবে উদ্ধার করা যায়, সে জন্য দোয়া করছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শিশুটিকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিকাল ৪টা থেকে সার্চ ভিশন ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছে। ৩৫ ফিটের মতো আমরা একটা ট্যানেল করেছি।

 

  • উদ্ধার
  • শিশু
  • সাজিদ
  • সুড়ঙ্গ
  • #