প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী চারদিন পর মারা গেছেন। নিহত সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার দুপুরের দিকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।
তিনি আরও জানান, নার মরদেহ হাসপাতাল থেকে পুলিশকে না জানিয়ে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ফিরিয়ে আনতে বলা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।