প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান ভূইয়া (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। আব্দুর রহমান হলুদ-মরিচের ব্যাবসা করতেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজারের মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমানকে গুলি করা হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।