প্রতীকী ছবি
বগুড়ার গাবতলীর বেদেপল্লীতে ছুরিকাঘাতে মো. শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল রাজধানী ঢাকার সাভারের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাশেদ নামের স্থানীয় এক যুবককে চোর সন্দেহে আটক করেন বেদেপল্লীর সদস্যরা। পরের দিন সকালে মাদককারবারি বিশুর নেতৃত্বে রাশেদের স্বজনরা তাকে ছাড়িয়ে আনতে যায়। এ সময় বাধা দিলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তখন ছুরিকাঘাতে সাপুড়ে শাকিলসহ আরো দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাশেদের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’