মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় সহায়তা কর্মী ওয়াই হুন অং এ তথ্য জানিয়েছেন। হামলাটি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটেছে। 

হামলায় আহত ও নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষ ও কর্মীরা রয়েছেন। হাসপাতালে কমপক্ষে ২০টি মৃতদেহও দেখা গেছে। এই বিমান হামলা সামরিক শাসনের অধীনে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে সংঘটিত হলো।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৮ জন।

মিয়ানমারে সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে ধর্মীয় উৎসবে বিমান বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন এবং ৪৫ জন আহত হন।

  • নিহত
  • বিমান হামলায়
  • মিয়ানমার
  • রাখাইন
  • হাসপাতাল
  • #