রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে মো. রিয়াজ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে লালবাগ থানার চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী মো. সিনহা জানান, সোয়া ৮টার একটু পর বনফুলের সামনে লোকজন ছোটাছুটি করছিল। গিয়ে দেখি রিয়াজ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন মিলে দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাই। কিন্তু ডাক্তার বললেন, আর বাঁচানো সম্ভব হয়নি।
কান্নাজড়িত কণ্ঠে রিয়াজের মা নাসিমা (৬০) বলেন, আমার ছেলেটা আর আসবে না? ওর তো কারো সঙ্গে শত্রুতা ছিল না। আমরা কত কষ্টে বাঁচি। পাঁচ বছর হলো তার বিয়ে। তিন মাস ধরে বউয়ের সঙ্গে মনোমালিন্যে আমার কাছে থাকতো। সন্ধ্যায় বের হওয়ার সময় ওর মুখের দিকে তাকিয়ে ছিলাম… কে জানত এটাই শেষ দেখা!
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।