বড়াইগ্রামে নিখোঁজ যুবকের রগকাটা মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের মুখ কিছুটা থেঁতলানো, পায়ের রগ কাটা ও দুই চোখ উপড়ানো ছিল। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার নির্জন স্থানেঅর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোহাগের বাড়ি রংপুর জেলায় হলেও মা ও স্ত্রী-সন্তানসহ বড়াইগ্রাম থানা কার্যালয়ের গেইট সংলগ্ন নানা মৃত তয়জাল হোসেনের বাড়িতে বসবাস করেন। নিহত সোহাগের বাবার নাম কলিমউদ্দিন সেখ।

স্থানীয়দের ধারণা, সোহাগকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। সোহাগ গত বৃহস্পতিবার রাতে নানা বাড়ি এলাকার আকাশ নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা আগ্রাণ এলাকায় মরদেহের সন্ধান পান। এসময় সোহাগের মা জ্ঞান হারালে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

  • উদ্ধার
  • বড়াইগ্রাম
  • মরদেহ
  • #