প্রতীকী ছবি
দিনাজপুরের বীরগঞ্জে ঢুকে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন। নিহত দানিউল ইসলাম (৫৫) উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দানিউল তার স্ত্রী ও ছেলেকে নিয়ে দিনাজপুর শহরে থাকেন। মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে দু-এক দিন রাত্রিযাপন করেন। শুক্রবার তিনি গ্রামের বাড়ি আসেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম এসে শয়নকক্ষের বিছানায় দানিউলের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করেন। তখন প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।