রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠকে ঢুকে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুর্কমেনিস্তানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এ নেতারা এখানে অবস্থান করেছিলেন।
আন্তর্জাতিক এ সম্মেলনের ফাঁকে বিশ্বনেতারা একে-অপরের সঙ্গে বৈঠক করছেন। তেমনই রুশ প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। তবে তাদের বৈঠকের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এরদোয়ান-পুতিন। কিন্তু তাদের বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি হয়। ওই সময় পাশের কক্ষে অপেক্ষা করছিলেন পাকিস্তানের শেহবাজ। কিন্তু ৪০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করতে করতে কিছুটা বিরক্ত হয়ে যান তিনি।
সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া জানিয়েছে, দীর্ঘ সময় অপেক্ষার পর শেহবাজ এরদোয়ান ও পুতিনের রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন। তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট করেনি তারা।