যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

যশোরে শহিদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করেছে। জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শহিদ আলী যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হামলাকারী আমিনুল, মিরাজ, ইরান, আলিফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। কয়েকদিন আগে তারা শহিদের রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে গোলযোগ হয়।

শনিবার বিকেলে পাগলাদাহ এলাকায় বাড়ির সামনে ফের তাদের মধ্যে গোলযোগ হয়। একপর্যায়ে শহিদকে ছুরিকাঘাত করে মিরাজ। এরপর গুরুতর আহত অবস্থায় শহিদকে তার বাবা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • খুন
  • ছুরিকাঘাত
  • যশোর
  • যুবক
  • #