রাজধানীর উত্তরায় দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশে এই ঘটনাটি ঘটে। ইউছুপ আলী রেদওয়ান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, জলাই রেভেলস সংগঠনের এ দুই সদস্যকে শনিবার সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুজন হামলার শিকার হন।
উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম বলেন, স্থানীয় কিছু ছেলেদের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহতদের আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। এখনো পর্যন্ত মামলা হয়নি, তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।