হাদিকে গুলির ঘটনায় ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র‌্যাবের সদরদপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • আটক
  • ফয়সাল
  • স্ত্রী-শ্যালক
  • হাদি
  • #