স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২০ ঘন্টা আগে

শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাতে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘ এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শাহবাগ মোড় আটকে দিয়ে তারা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচদফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো- স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অপসারণ; জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না; ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও মাসুদকে ফেরত ও সীমান্ত হত্যার কারণে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি; আওয়ামী লীগের কোনো লোক যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে; গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ যাদের ওপর পুলিশ-সেনাবাহিনী হামলা করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

 

  • অবরোধ
  • দাবি
  • পদত্যাগ
  • শাহবাগ
  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #