বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম (৩৪) নামে বিধবা নারীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধবা স্ত্রী। এ ঘটনায় দেবর মফিজুল গাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লিচু গাছ থেকে রাশিদার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে ধাতব জাতীয় কিছু দিয়ে ক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয়দের ধারণা, রাতের যে কোনো সময় রাশিদাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচুগাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুলকে (৩৮) ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।

নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানায়, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এরপর এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

  • গ্রেপ্তার
  • দেবর
  • নির্যাতন
  • বিধবা ভাবি
  • হত্যা
  • #