রংপুরে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে নুরুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা যানবাহনটি নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছি পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ি বিল এলাকার মাহাবুব মন্ডলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা (গোবিন্দপাড়া) গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম আলীর ছেলে।

‎নিহত নুরুল ইসলামের ভাতিজা অটোরিকশার মালিক রুমেল জানান, প্রতিদিনের মতো শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নুরুল ইসলাম মিশুক নিয়ে বের হন। রাত আনুমানিক ৮টার দিকে ফোনে কথা হলে তিনি জানান, ১৫০ টাকার রিজার্ভ ভাড়ায় হরিণসিংহ বাজার এলাকায় যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর পরিবারের যোগাযোগ করা সম্ভব হয়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সকালে স্থানীয়রা মুক্তাগাড়ি গ্রাম থেকে ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে কাটা ধানের জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহের গলায় মাপলার প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিশুক ছিনতাইয়ের জন্য চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অটোচালক
  • উদ্ধার
  • পীরগঞ্জ
  • মরদেহ
  • রংপুর
  • #