দক্ষিণখানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণখানে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আশকোনা এলাকার নদ্দাপাড়া তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ী শাহজাহানকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী।

দক্ষিণখান থানা পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করে নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে  বলেন, শাজাহান নামে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনি ফোর্স নিয়ে অবস্থান করছেন।
  • কুপিয়ে
  • দক্ষিণখান
  • ব্যবসায়ী
  • হত্যা
  • #