দেশের স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, উথালপাতাল যা-ই হোক, আমরা স্বাধীনতাকে রক্ষা করতে পারব। আমাদের দুর্ভাগ্য যে, আমরা আমাদের সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি নাই। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার; সেটায় আমাদের অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে।কিন্তু তার অর্থ এই নয় যে—আমাদের স্বাধীনতা অর্থহীন। এই স্বাধীনতা অর্জন না হলে আজকে যারা স্লোগান দিচ্ছেন, তাও তো পারতেন না।
স্বাধীনতার লক্ষ্য যে এখনো অর্জিত হয়নি, সেই প্রসঙ্গে তিনি বলেন, কিন্তু স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে নাই। স্বাধীনতা যার জন্য, সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই।
নির্বাচনি পরিবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, এখন অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড দেখছি; যাদেরকে নিয়ে উনি ওঠেন-বসেন, তারাই বাংলাদেশ না। তারা বাংলাদেশের হয়তো ২৫ ভাগও না। সেজন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব। কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না।