পদত্যাগের পরও সরকারি বাসভবন ছাড়েননি দুই উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে এক সপ্তাহ আগে পদত্যাগ করলেও এখনো সরকারি বাসভবন ছাড়েননি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। কবে তারা বাসভবন ছাড়বেন-এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতেও রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগী এই দুই উপদেষ্টার কেউই সরকারি বাসভবন ত্যাগ করেননি।

পদত্যাগ করার পরেও সরকারি বাসায় থাকা নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়। এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন পদত্যাগ করা এ দুই উপদেষ্টা- এমনটাই জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এ ছাড়াও দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি।’

এর আগে গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা তখন তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পদত্যাগপত্র কার্যকর হবে।

এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানানো হয়। পরে ওই দিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়।

 

  • উপদেষ্টা
  • ছাড়েননি
  • দুই
  • পদত্যাগ
  • বাসভবন
  • সরকারি
  • #