বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।