ধানমন্ডির বত্রিশে আগুন ও ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে একদল লোক এই হামলা চালায়। রাত আনুমানিক রাত দেড়টার দিকে একদল লোক এ হামলা চালায়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরে শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। প্রথমে প্রথম আলো এবং পরে তারা ডেইলি স্টার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করে।

আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ এর দিকে যান। সেখানে তারা শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর্তমানে বাড়িটিতে কয়েকশ’ বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন।

  • আগুন
  • ধানমন্ডি
  • বত্রিশ
  • ভাঙচুর
  • #