গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা থেকে বাংলাদেশিসহ ৫০০ জনকে উদ্ধার

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি মাছধরার নৌকা থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) তল্লাশি অভিযানের সময় গাভডোস থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে এই লোকদের খুঁজে পাওয়া যায়। দেশটির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল, তা স্পষ্ট হয়।

কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, উদ্ধারকৃতরা বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান এবং ফিলিস্তিনের বাসিন্দা।

মুখপাত্র আরও বলেন, তাদের রেথিমনোর ক্রিটান শহরে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আশ্রয়ের দাবির প্রক্রিয়া শুরু করা হবে।

  • অভিবাসী
  • উদ্ধার
  • উপকূল
  • গ্রিস
  • বাংলাদেশি
  • #