এলোপাতাড়ি ছুরিকাঘাতে গাজীপুরে যুবককে হত্যা

:
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে সুমন কস্তা (৪৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের মরদেহ ডোবায় কচুরিপানা নিচে লুকিয়ে পালিয়ে যান হত্যাকারীরা। এ ঘটনায় নন্দন ডি কস্তার (৪২) এক যুবক জড়িত বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন। নিহত সুমন কস্তা উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত নন্দন ডি কস্তা একই গ্রামের মৃত গিলবাট ডি কস্তার ছেলে। সম্পর্কে তারা একে অপরের বন্ধু ছিলেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের নন্দন কস্তার বসতবাড়ির চৌচালা ঘরের বারান্দায় এই হত্যার ঘটনা ঘটে। এ সময় নন্দন ডি কস্তা সুমনকে উপুর্যপরি ছুরিকাঘাত করেন। পরে মরদেহ গুমের চেষ্টা করে পাশের ডোবায় কচুরিপানার ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন ডোবায় মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্য সাগর রোজারিওকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানায় খবর দেন।

ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তাছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এছাড়াও মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। এছাড়াও ও হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • গাজীপুর
  • ছুরিকাঘাত
  • যুবক
  • হত্যা
  • #