ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষদিনে বহিরাগতদের হামলা ও ইট নিক্ষেপের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। বহিরাগত ব্যক্তিদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫-৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার পর ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চায়। তখন বাধা দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে তারা। তাদের ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধের বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। পরে রাত দশটার দিকে আয়োজক কমিটির আহবায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হলো বলে ঘোষণা করেন।
পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার একটু আগে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
বেনজীর আহমেদ তাবরীজ বলেন, বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০-২৫ জন আহত হন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।