নির্বাচনে পাহাড়ে প্রার্থী দিচ্ছে না সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংসদীয় আসন ২৯৯ নম্বর রাঙ্গামাটি ও ৩০০ নম্বর বান্দরবান আসনে প্রার্থী দেওয়ার জোর গুঞ্জন থাকলেও কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভায় নির্বাচনে প্রার্থী না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিসিজেএসএস’র প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক সজীব চাকমা। তিনি জানান, ‘সরাসরি নিজের প্রার্থী দিয়ে বা কাউকে সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ করবো- এমনই আলোচনা, চিন্তা-ভাবনা ছিল। সর্বশেষ দেশের এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করে সরাসরি প্রার্থী না দেওয়ার পক্ষে আমরা অধিকাংশ মত পেয়েছি। ফাইনালি সেটাই হচ্ছে বলে ধরে নেওয়া যায়।’

নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা নির্দলীয় প্রার্থীকে পিসিজেএসএস সমর্থন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সজীব চাকমা জানান, ‘এ নিয়ে আপাতত কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে আমরা প্রার্থীদের পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি অনুকূল থাকলে কোনো একজনকে সমর্থন জানাতে পারি। তবে এখনই তা চূড়ান্ত হয়নি।’

 

 

  • নির্বাচন
  • পিসিজেএসএস
  • সন্তু লারমা
  • #