তারেক রহমানকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলে ‘কটূক্তি’ করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির কবরস্থান এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে দেয় বলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ বলে কটূক্তি করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে দলটির নেতাকর্মীরা তাকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে।

শনিবার হাদির কবরে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে মোনাজাত শেষে পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • চাঁদাবাজ
  • তারেক রহমনি
  • শিক্ষক
  • সন্ত্রাসী
  • #