এনসিপির কার্যক্রম থেকে সরে গেলেন নুসরাত তাবাসসুমসহ আরও ৪ নেতা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম থেকে আরও ৪ নেতা নিজেদের গুটিয়ে নিয়েছে। এরা হলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, নওগাঁ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মনিরা শারমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু এবং কুমিল্লা-৭ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য এমপি প্রার্থী মীর হাসিব মাহমুদ। রোববার এসব নেতৃবৃন্দ ফেসবুক পোস্ট ও সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্বাচনকালীন সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার ফেসবুক আইডিতে লিখেছেন— ২৮/১২/২০২৫, ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। বিশেষ করে, বিভিন্ন সময়ে জনাব আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি। এ সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি। এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যেকোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ঘোষণা করছি।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তিনি রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে,  ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে আহমেদুর রহমান তনু বলেন, দলে সবার নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি নির্বাচন করছি না। এটাই চূড়ান্ত।

এছাড়া কুমিল্লা-৭ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য এমপি প্রার্থী মীর হাসিব মাহমুদ। তিনি এনসিপির সকল সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় পেশাজীবী ঐক্য (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে মীর হাসিব মাহমুদ জানান, আদর্শিক রাজনীতির প্রত্যাশা নিয়েই আমি এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে, সেই আদর্শ বাস্তবায়নের সুযোগ সেখানে আর নেই। তাই বিবেকের তাগিদেই এনসিপির সকল কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াত জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নতুন তথ্য সামনে আনলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আব্দুল কাদের। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে আব্দুল কাদের বলেন, নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন।

 

  • এনসিপি
  • কার্যক্রম
  • নেতা
  • #