জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেলহাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকেই তিনি জেলহাজতে ছিলেন।

মঙ্গলবার রাতে জেলহাজতে থাকা অবস্থায় বাবুল খান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে ভোরের দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আতিকুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাবুল খান অসুস্থ বোধ করলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়; তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  • আ. লীগ নেতা
  • জেলহাজত
  • মৃত্যু
  • #