প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে তারাইল গ্রামে মুন্সীবাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তের হাতে মোখলেসুর মোল্লা (৪০) নামে এক যুবককে হত্যা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিকে এ ঘটনা ঘটে। মোখলেসুর মোল্লা ফুকরা ইউনিয়নের আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে।
বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে সাকিব নামে এক যুবক ও মোখলেসুর মোল্লা তারাইল বাজারে গিয়েছিলেন। সন্ধ্যার পর ফেরার পথে ফুকরা মুন্সীবাড়ির মোড় এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
তারা আরও জানায়, মোখলেসুরের আপন ছোট ভাই সিফাত মোল্লা তারাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তার ভাই মোকলেসুরের মোটরসাইকেল পড়ে আছে। এ সময় মোখলেসুরকে রাস্তার পাশে বাগানে উপুড় হয়ে পড়ে থকেতে দেখতে পায়, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।